মুলাদীতে প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার ভেঙ্গে বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাছুয়া ইউনিয়নের ১১০নং চরগাছুয়া পদ্মারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম ওরফে শাহজামাল ওই বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ভেঙ্গে তার বাড়ির রাস্তা নির্মাণ করেছেন। বিদ্যালয়ের কক্ষ ভেঙ্গে বাড়ির রাস্তা নির্মাণ করায় এলাকার অভিভাবকদের মাধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা জানান বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার আগে একটি ভাঙ্গা ঘরে ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হতো। জাতীয়করণ হওয়ার পরও শাহ আলম ওরফে শাহজামাল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সময় স্লিপের টাকা কিংবা মেরামতের টাকা দিয়ে ভাঙ্গা ঘরটি সংস্কার করেননি। পরবর্তীতে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে সোহেল পারভেজ যোগদান করার পরে প্রায় পৌনে ৩ লক্ষ টাকা বরাদ্দ পেয়ে বিদ্যালয়টি সংস্কার ও বর্ধিত করে এবং সরকারি নিদের্শণা অনুযায়ী বঙ্গবন্ধু কর্ণারের জন্য কক্ষ নির্দিষ্ট করেন। কিন্তু বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ওরফে শাহজামাল বঙ্গবন্ধু কর্ণারের টিন ও কাঠ কেটে কক্ষটিকে উন্মুক্ত করে দিয়ে তার বাড়ির রাস্তা নির্মাণ করেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা সহকারী শিক্ষক শাহজামালের সাথে কথা বলে বঙ্গবন্ধু কর্ণার ভাঙ্গতে নিষেধ করলেও তিনি কারও কথা না শুনে রাস্তা নির্মাণ করে নেন। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে যান এবং ঘটনার সত্যতা পেয়ে সহকারী শিক্ষক শাহ আলম ওরফে শাহজামালকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম জানান বিদ্যালয়ের পিছনে শিক্ষার্থীদের টয়লেট ও ওয়াশরুম থাকায় একটি কক্ষের মধ্য দিয়ে পথ রাখা হয়েছে। আমি বঙ্গবন্ধু কর্ণার নামের কোনো কক্ষ ভেঙ্গে রাস্তা নির্মাণ করিনি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলহাজ¦ মনিরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান কক্ষ ভেঙ্গে রাস্তা নির্মান এবং বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সহকারী শিক্ষক শাহ আলমকে কারণ দর্শাণোর নোটিশ প্রদান করা হয়েছে। জবাব পাওয়ার পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।