দিনাজপুরের পার্বতীপুর শহরের রাস্তার দু’পাশের ড্রেন ও রাস্তার জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল ব্যবসায়ীরা। এতে বর্ষায় পানি নিষ্কাশন ও যানবাহন চলাচল মারাত্বকভাবে বাধাগ্রস্থ হচ্ছিল। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাস্তা দখল মুক্ত করতে অভিযান শুরু করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। প্রথম দিনেই শহরের শহীদ মিনার রোড, কাপড়পট্টি, মনিহারি পট্টি ও নতুন বাজার প্রধান সড়কের দু’পাশের দখল করা ১ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের দখলে থাকা অংশ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব মোঃ সামসুজ্জামান, পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। উদ্ধার কাজে পুলিশ ছাড়াও পৌরসভার ৪০ জন পরিচ্ছনতা কর্মী অংশ নেন।
অভিযান চলাকালে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ব্যবসায়ীরা এত দিন নিজেদের খেয়াল খুশিমত রাস্তার দু’পাশের ফুটপাত ও ড্রেন দখল করে দোকানের অন্তর্ভূক্ত করে নেন। এতে রাস্তায় যানযট নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সাধারন মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ অভিযান শুরু করা হয়েছে। পৌরসভার গুরুত্বপূর্ন সকল সড়ক পর্যায়ক্রমে দখলমুক্ত করা বলে তিনি জানান।