পিরোজপুরের ইন্দুরকানীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে যায়। এ ঘটনায় একজন গুরুতর সহ বাকি আটজন কমবেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে ইন্দুরকানী-সন্যাসী সড়কের চন্ডিপুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরের দিকে ইন্দুরকানীর কলারণ খেয়াঘাট থেকে গোলাপ (০২-০০২২) নামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্ডিপুর চৌমুহনী এলাকায় পৌছলে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পরিত্যক্ত বসত ঘরের উপর উঠে যায়। এতে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঐ ঘরটিতে কেউ বসবাস করেন না বলে স্থানীয়রা জানান। এ দুর্ঘটনায় গাড়িতে থাকা একজন গুরুতর সহ আরো আটজন কমবেশি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।