সাতক্ষীরার কলারোয়ায় ২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুলফিকার আলী মন্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সে উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে। থানার এএসআই এসএম রবিউল ইসলাম রোববার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রামভদ্রপুর গ্রামের জনৈক মোজামের বাড়ীর দক্ষিন পাশের রাস্তার উপর থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যোর ২শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান- এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-২০(৯)১৯ হয়েছে।