ইউসিসি (BRDB এর কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। রোববার বিকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভূষণ স্কুল রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ইউ সিসির কর্মকর্তাগণ তাকে শুভেচ্ছা জানান।
ইউসিসির কর্মকর্তাগণ জানান, গত ০৯-০৯-১৯ তারিখে ঝনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সংসদে ইউ সিসির কর্মচারীদের বেতনের দাবীতে বক্তব্য উত্থাপন করেন। এজন্য তাকে কৃতজ্ঞতা স্বরপ ইউসিসি লিমিটেড কর্র্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ফেরদাউস, কেন্দ্রীয় কমিটির সদস্য ওমর আলী, তোফাজ্জেল হোসেন, রামপাল উপজেলার ইউসিসি কর্মচারীদের সভাপতি কালীপদ মন্ডল, অভয়নগর উপজেলার সভাপতি আবু তাহের ও কালীগঞ্জ উপজেলা সভাপতি লিয়াকত আলী খান।