ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এ- জে কলেজের অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও রামরাজত্বের কারণে চাকুরি হারাতে বসেছে নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ আলম নামের এক যুবক। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়াই নিয়োগ পত্র পেলেও শাহ-আলম নামের এই যুবককে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘ চার বছর নিরলস ভাবে চাকুরি করে নিয়মিত হাজিরা খাতায় সহি করেও সে আমার কলেজের কোন কর্মচারী নয় বলে সাফ সাফ জানিয়ে দেন এ এ- জে রামনগর কলেজের সু-চতুর অধ্যক্ষ মোকলেছুর রহমান। এমনকি বাপের তৈরি শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে জিম্মি করে রামরাজত্ব কায়েক করে চলেছে এই অধ্যক্ষ।
গত ২০/৪/২০১৫ তারিখে নিয়োগ নির্বাচনী বোর্ডেও সুপারিশ ও ২২/০৪/১৫ তারিখে গভানিং বডি এ এ- জে কলেজে নিয়োগ অনুমোদনক্রমে ‘নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর’পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং ২৫/০৪/১৫তারিখ হইতে ০২/০৫/১৫ তারিখের মধ্যে যোগদান পত্র দাখিল সাপেক্ষে যোগদান করতে বলা হয় এবং ০২/০৫/১৫ তারিখে শাহ আলমের যোগদান গৃহীতো হলে বলে অধ্যক্ষ মকলেছুর রহমান স্বাক্ষর করেন। ইতোমধ্যে ৩/৪/১৮ তারিখে দৈনিক নবচিত্র ও দৈনিক সমকাল পত্রিকার বিজ্ঞপ্তি মোতাবেক শুন্য পদে সাজ্জাদ হোসেন নামের এক যুবককে‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং কাদির কোল গ্রামের ফজের বিশ্বাসের ছেলে কাজলকে মাস্টার রুলে নিয়োগ দেওয়া কথা স্বীকার করেন কলেজ অধ্যক্ষ। শাহ আলমের নিয়োগ সাবেক সভাপতি শরিফুল ইসলামের হাত দিয়ে হওয়াই তার মৃত্যুর পর এই নাটকীয় পরিবেশ সৃষ্টি করে থাকে অধ্যক্ষ। শাহ আলমের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন,শাহ আলম আমাদের কোন স্টাফ না,ছিলও না।
স্থানীয় বাসিন্দা কাদির কোল গ্রামের আবদুল ছাত্তার,রামনগরের দোস্তর আলী,স্থানীয় দোকানদার আশরাফুল ইসলাম জানান,শাহ আলম অনেক দিন ঘরে এই কলেজে চাকুরি করে আসছে আমরা দেখেছি। রামনগর এ এ- জে কলেঝের দ্বিতীয় বর্ষের ছাত্র তুর্কি বলেন, আমি স্যার কে চেয়ার টেবিলে বসে থাকতে দেখেছি। কলেজের শিক্ষক ও কর্মচারীদের প্রশ্ন করলে বিষয়টি তারা এড়িয়ে যান।
যোগদানের পর থেকে বৃদ্ধ মাকে সাথে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন পুরনের আশায় নিয়মিত চাকুরি করতে থাকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে শাহ আলম। ২০১৯ সালের জানুয়ারী মাস পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর এবং কলেজে নিয়মিত হাজির হলেও তথ্য ভান্ডারে তা পাওয়া সম্ভব হয়নি।
শাহ আলম বলেন,আমার সমস্ত কাগজ থাকা সত্তেও আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে এবং ১২ লক্ষ টাকার লোভে কাজল নামের একজনকে মাস্টাররুলে নিয়োগ দেওয়া হয়েছে। আমাকে কোন কারণ ছাড়াই কলেজে আসতে নিষেধ করেছে অধ্যক্ষ স্যার এমনকি আমি যাতে কলেজে না ঢুকতে পারি তার জন্য কলেজের গেটে দারোয়ান রাখা হয়।
অধ্যক্ষ মকলেছুর রহমান বলেন,সাবেক সভাপতির সুপারিশ না করার কারণে ওকে নিয়োগ দেওয়া হয় নাই ওতো আনসার ব্যাটেলিয়নে চাকুরি করে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার বলেন,বিষয়টি আমার অজানা এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
সুষ্ঠ তদন্ত সাপেক্ষে চাকুরির বয়স শেষ হওয়া শাহ আলম ন্যায় বিচার পাবে এবং দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ বিষয়কে কেন্দ্র করে গত ২/৯/১৯ তারিখে ঝিনাইদহ জজ আদালতে একটি মামলা দায়ের করা হয় যাহার নং ২৭৯/১৯।