দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫ টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক তাদের হাতে এ ঢেউটিন ও নগদটাকা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।