ওসির বিরুদ্ধে ডিআইজির কাছে হয়রানীর অভিযোগ করায় পুলিশ বাহিনীর সাবেক এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিধবা বৃদ্ধা স্ত্রীকে মারধর করে সিগারেটের ছ্যাঁকা দেয়ার ঘটনায় চলছে তদন্ত। জেলা পুলিশের গঠণ করা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি মঙ্গলবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবেন। নাম প্রকাশ না করার শর্তে এমনটাই জানিয়েছেন তদন্ত কমিটির এক কর্মকর্তা।
এরইমধ্যে তদন্ত চলাকালীন সময় (রোববার) বৃদ্ধাকে মারধর করে গালে সিগারেটের ছ্যাঁকা দেয়া উজিরপুর মডেল থানার পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হলেও বহাল তবিয়তে রয়ে গেছেন থানার নিজ কক্ষে বসে বৃদ্ধাকে মারধর করে ঘার ধরে বের করে দেয়া ওসি শিশির কুমার পাল। এনিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে নির্যাতিতা বৃদ্ধা রাশিদা বেগম সাংবাদিকদের জানান, ওসি বহাল থেকে তদন্তে প্রভাব খাটাতে মরিয়া হয়ে উঠেছেন। এতে তদন্ত সঠিক হবেনা। কারণ হিসেবে তিনি বলেন, ওসি শিশির কুমার পাল বহাল তরিয়তে থাকায় তদন্ত কমিটির কাছে হামলার প্রত্যক্ষদর্শীরা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। রাশিদা বেগম আরও জানান, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে ওসির বিরুদ্ধে তার দেয়া অভিযোগ প্রত্যাহারে জন্য ওসির কতিপয় ভাড়াটিয়া লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছে। এমনকি তাকে মোটা অংকের টাকার প্রলোভনও দেয়া হয়েছে।
অভিযুক্ত উজিরপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল তার বিরুদ্ধে রাশিদা বেগমের দেয়া সকল অভিযোগ অস্বীকার করেছেন। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম সাংবাদিকদের বলেন, উজিরপুর মডেল থানার পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলামকে রোববার প্রত্যাহার করা হয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হবে তার বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, পুলিশ বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) মৃত মঈন উদ্দিন মাতুব্বরের বৃদ্ধা স্ত্রী রাশিদা বেগমকে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় উজিরপুর মডেল থানার কনস্টেবল জাহিদুল ইসলাম মারধর করে গালে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেয়। তাৎক্ষনিক রাশিদা বেগম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পালের কক্ষে গিয়ে বিষয়টি জানালে ওসি নিজেও তাকে মারধর করেন ঘার ধরে থানা থেকে বের করে দেন। এনিয়ে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুরো ঘটনাটি তদন্তের জন্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠণ করা হয়। এরমধ্যে অভিযুক্ত ওসি শিশির কুমার পাল নিজেকে সাধু সাজাতে স্থানীয় কতিপয় সংবাদকর্মীদের সাথে গোপন বৈঠক করে নিজের পক্ষে সাফাই গেয়ে সংবাদ প্রচার করিয়ে পুরো ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা করছেন।