নীলফামারীর কিশোরগঞ্জে স্বামী পরিত্যক্তা এক তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ময়নুল ইসলাম নামে এক যুবককে এলাকাবাসী আটক করে থানায় সোপর্দ করেছে। শনিবার রাত ৯টায় ইসমাইল ময়দানপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসি জানায়, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল ময়দান পাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক তিন সন্তানের জননী তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকত। একই গ্রামের হামিদুল ইসলামের পুত্র ময়নুল ইসলাম রাতে ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করার সময় এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে আটককৃত যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ এম হারুন অর রশিদ এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি ময়নুলকে কারাগারে ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।