কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মাদরাসার অবসারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরপার জান্নাতুল ফাতেহা দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সুপার এ.এস.এম আনোয়ারুল হক প্রধানের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল ইসলাম এবং মেছের উদ্দিন মন্ডল। অভিযোগে জানা যায় আমজাদ হোসন প্রধান, সুপারের আপন ছোট ভাই হওয়ায় কোনো প্রকার অনুদান ছাড়াই তাকে দাতা সদস্য হিসেবে রেখেছেন। এদিকে ওই মাদ্রাসায় সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে রোজিনা খাতুনকে গত ২০১৫ সালের ১ অক্টোবর যোগদান করলেও বর্তমানে কর্মরত আছেন কিন্তু তাকে সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে রাখেন নাই। এছাড়াও মাদ্রাসার কমিটির সদস্যদের অবগত না করে গত রমজানের ছুটিতে ওই সুপারের আপন জামাতা শরীরচর্চা শিক্ষক বাহেজ আলীকে সাধারণ শিক্ষক সদস্য পদে কমিটিতে রেখে পরবর্তীতে ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব দেন এবং সুপারের চাচাতো ভাইয়ের শ্বশুর নুর ইসলাম প্রতিষ্ঠানের ক্যাচম্যান এলাকার বাইরে হলেও অনিয়মতান্ত্রিকভাবে কমিটিতে অভিভাবক সদস্য পদে রেখেছেন।
অভিযোগে আরও জানা যায়, এসব অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য অবসরপ্রাপ্ত সুপার আনোয়ারুল হক প্রধান চলতি বছরের ৩১ আগস্ট অবসর গ্রহণের আগ মুহূর্তে তার আপন চাচা মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আবদুর রহমান প্রধানসহ রমজানের ছুটিতে কোরাম পার্সন করে গোপনে একটি কমিটি গঠন করেন। অবসর গ্রহণের দিন তিনি ১ নং সিনিয়র সহকারী মৌলভী মো. শামছুল হক এবং ২ নং সিনিয়র সহকারী শিক্ষক (বিজ্ঞান) আবদুস সালামকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান না করে নিয়ম বহির্ভূতভাবে ৩ নং ব্যাক্তি তার আপন জামাতা শরীরচর্চার শিক্ষক বাহেজ আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করেন।
এ ব্যাপারে বর্তমানে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত সুপার বাহেজ আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। অবসরপ্রাপ্ত সুপার সব জানেন। অবসরপ্রাপ্ত সুপার এ.এস.এম আনোয়ারুল হক প্রধান বলেন, যেহেতু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করেছে। সেহেতু উনিই আমাকে ডাকুক। লিখিত ভাবে নাকি মৌখিক শুনতে চায় আমি ওনাকে বলব। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আবদুর রহমান প্রধান বলেন, এসব অভিযোগ অসত্য। কমিটির সকলকে নিয়ে মিটিং করে সকলের মতামতের ভিত্তিতে বিপিএড শিক্ষক বাহেজ আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক বলেন, বিধি মোতাবেক যাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয়ার কথা তাকে না দিয়ে জুনিয়র একজনকে দায়িত্ব দিয়েছেন। মেনেজিং কমিটিকে চিঠি দিয়ে সংসশোধন করতে বলা হয়েছে। যদি সংশোধন না করে তবে পরবর্তীতে তাদের এমপিও স্থগিত রাখতে ব্যাংকে চিঠি দেয়া হবে।