সিরাজদিখানে বেঁদে সম্প্রদায়ের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘরের ফ্যানের সাথে গলায় গামছা পেচিঁয়ে এই অপমৃত্যু হয়। স্বজনদের দাবী তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পরই বলা যাবে। সোমবার সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়ি থেকে সুমন মিয়া (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুমন নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বক্তের চর গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে।
জানা যায়, সুমন এক মাস আগে এই বাসা ভাড়া নেয়। সে বেশির ভাগ সময় বক্তাবলী মেলায় চাচাত ভাইয়ের স্টোলে থাকতো। রোববার দিবাগত রাত ১০ টায় সে বাসায় আসে এরপর সকালে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তার মা নাগিনা বেগমের দাবী তার ছেলেকে শ^শুরবাড়ীর লোকজন হত্যা করেছে।
সিরাজদিখান থানার কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশের হাতে, পায়ের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে এবং লিঙ্গে রক্তের দাগ দেখা গেছে। আপাতত জিডি করে লাশটি ময়না তদন্তে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিক তদন্তে জানাগেছে ছেলেটি গাঁজা সেবন করত এবং মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল।