সদ্য নির্মাণ করা তালা উপজেলার ধলবাড়িয়া-কলাপাতা সড়কটি মাস না যেতেই ভেঙ্গে বেহাল দশায় পরিণত হয়েছে। এক মাস আগে এই সড়ক নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান খুলনার এফ কে ট্রেডার্স এলজিইডিকে চিঠি দিয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানালেও সরেজমিনে গিয়ে দেখা যায় তার উল্টোটা। এদিকে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে মো: আনারুল ইসলামসহ ১৫ জন এলাকাবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জরুরী ভিত্তিতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা মো: মনিরুল ইসলাম, মো: আনারুল ইসলাম, আবু জাফর, সুফিয়া বেগমসহ কয়েকজন জানান, ধলবাড়িয়া থেকে কলাপাতা যেতে কয়েক স্থানে পিচের সোলিং নষ্ট হয়ে খাদে পরিণত হয়েছে। যথাযথ প্রযুক্তি ব্যবহার না করে অপরিকল্পিতভাবে নি¤œ মানের খোয়া ও পর্যাপ্ত বালি এবং খোয় না দিয়ে কাঁদার উপর বিটুমিন দিয়ে রাস্তা নির্মাণ করায় এ অবস্থা হয়েছে। এ ছাড়া কলাপাতা স্কুলের পূর্ব পাশের পুকুরের পাড় ভেঙ্গে অর্ধেক রাস্তা পুকুরে ধ্বসে পড়েছে বলে তারা জানান।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো: জসিম জানান, দেড় বছরের ভিতরে কোন রাস্তার সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবেন। ধলবাড়িয়া-কলাপাতা সড়কের বেহাল অবস্থার বিষয়টি তিনি অবগত হয়েছেন। বৃষ্টির মৌসুম শেষে ঠিকাদার ক্ষতস্থানগুলো পুনরায় নির্মাণ করে দেবেন বলেও জানান তিনি।
সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুমার কুন্ডু বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। আগামি শুষ্ক মৌসুমে ঠিকাদার রাস্তা মেরামত করে দেবেন বলে তিনি আশ্বাস দেন।