নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় রোববার বিকালে নিতপুর স্কুল এ- কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ঘাটনগর ইউনিয়ন একাদশ দল ট্রাইব্রেকারে ছাওড় ইউনিয়ন একাদশ দলকে ৪-৩ গোলে পরাজিত এবং শিরোপা জয় করে। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার প্রথম রেফারী শফিউর রহমান শিমুল। খেলা শেষে সন্ধায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারমান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। কৃষি কর্মকর্তা মাহফুজ আলমের উপস্থাপনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী মোফাজ্জল হোসেন, থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।