কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর পাড়া গ্রামে ১ মাস ২ দিন আগে মাদক ও চুড়ি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফারুক মিয়ার নিদের্শে আনিছ মিয়া, ফাইজুল মিয়া, বাছির মিয়া, আলমগীর মিয়া সহ ৪০ থেকে ৫০ জন লোক দিনে দুপুরে ফুরকান মিয়া ও শরিফ মিয়া কে খুন করে। কিন্তু গত ১ মাস ২ দিন পার হয়ে গেলে ও পুলিশ এলাকার দূর্ধষ ফারুক মিয়া, আনিছ মিয়া, ফাইজুল মিয়া, বাছির মিয়া, রুসেল, নজরুল ইসলাম, ফজল মিয়া সহ ৪০ থেকে ৫০ জন আসামি দিবালোকে এলাকার মধ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না। বরং আসামি পক্ষের ফারুক মিয়া ও তার লোক জন উলটো বাদী পক্ষে বাক্কার মিয়া সহ তাদের আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এই ঘটনায় ফারুকগংদের অ¯্ররে আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছে। এখনো পর্যন্ত তাঁরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে খবর পাওয়া গেছে। মামলার বাদী বাক্কার মিয়া এই প্রতিনিধিকে গত কাল সোমবার জানান, ফারুক, আনিছ, ফাইজুল মিয়া, আলমগীর, বাছির, রুসেল সহ এদের লোক জন পাশ্ববর্তী আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে। সেইখান থেকে তাদের হুমকি দিচ্ছে বলে তিনি জানান। বাজিতপুর থানার ওসি খলিলুর রজমান পাটোয়ারী জানান, জোড়া খুন হওয়ার ৭ দিন পর মামলাটি সিআইডিতে চলে গেছে বলে সত্যেতা স্বীকার করেন।