সৈয়দপুর প্লাজার কুকিংজার চাইনিজ নামে একটি রেস্টুরেন্টে চলছে অনৈতিক কাজ। দীর্ঘদিন থেকে ওই চাইনিজে এ ধরনের কাজ চলে আসলেও দায়িত্বে থাকা কর্তাদের নেই কোন মাথা ব্যথা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই কুকিংজারের স্বত্তাধিকারী গোপাল চন্দ্র রায় স্কুল-কলেজের মেয়েদের অনৈতিকক কাজে লিপ্ত থাকার সহযোগিতা করছেন। তার রেস্টুরেন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজের ছেলে-মেয়েরা বইয়ের ব্যাগ পিঠে নিয়ে সেখানে ঘন্টার পর ঘন্টা অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন। বিনিময়ে ওই রেস্টুরেন্ট মালিককে দিতে হয় সময় অনুযায়ী ২শ’ থেকে ৩শ’ টাকা। সৈয়দপুর প্লাজার ২য় তলার ব্র্যাক ব্যাংকের পাশে ব্লক-এ, দোকান নং-১২ ও ১৩’তে এ ধরনের কাজ চলে আসছে। ওই অনৈতিক কাজ চালু থাকায় নষ্ট হচ্ছে প্লাজার সুনাম। অন্যান্য ব্যবসায়ীরা পড়েছে চরম বেকায়দায়। এ বিষয়ে কেউ কোন কিছু বলতে গেলে তাদেরকে হতে হয় অপমানিত। কোন খুটির জোরে ওই কুকিংজারে এ ধরনের কাজ চলে আসছে তা প্রশ্ন দেখা দিয়েছে। ওই দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি কামনা করেছেন অনেক ব্যবসায়ী।