নীলফামারীর সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের অনৈতিক কার্যকলাপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা মৃধা সড়কের (বিমানবন্দর সড়ক) শহীদ স্মৃতি স্তম্ভ পরিষদের কার্যালয়ে ওই অনৈতিক ঘটনা ঘটে। সূত্র মতে, স্মৃতিস্তম্ভ পরিষদের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খোকন রোববার তার নিজের প্রাইভেট কার যোগে জনৈক কলেজ শিক্ষিকাকে সাথে নিয়ে কার্যালয়ে আসেন। এরপর দরজা বন্ধ করে দিয়ে ভিতরে অবস্থান করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় যুবকেরা শহীদ স্মৃতিস্তম্ভ পরিষদের কার্যালয়ের কাছে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন এবং মোবাইলে অনৈতিক কার্যকলাপের দৃশ্য ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি আঁচ করতে পেয়ে কলেজ শিক্ষিকাকে প্রাইভেট কারে তুলে নিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। তারপরই যুবক ও উপস্থিত উৎসুক জনতা মোবাইলে ধারণকৃত সেই দৃশ্য মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি সৈয়দপুর শহরে টক অব দ্যা টাউনে পরিনত হয়। এ প্রসঙ্গে কথা হয় সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের সাথে। তিনি বলেন, বার্থরুম থেকে বের হওয়ার সময় অফিসের জানালায় একটি ঢিল পড়ে। তখন আমি কে কে বলে পোষাক পরিধান করছিলাম এবং দরজার দিকে এগিয়ে যাই। অপর এক প্রশ্নের জবাবে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আমার সাথে কোন মহিলাই ছিলেন না। কার্যালয়ের ভিতরে এমন কোন অনৈতিক ছবি কিংবা ভিডিও দেখাতে পারবেন? আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মৃতিস্তম্ভের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য চেষ্টা করছি। সেজন্য ওইসব দখলদার ও বিএনপির একটি কুচক্রী মহল আঁতাত করে এই কাহিনি তৈরী করছে। সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ শাহজাহান পাশা বলেন, এ-সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।