সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আ.লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকনের বিরুদ্ধে নারী সংগঠিত ভূয়া অভিযোগ এনে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তারই প্রতিবাদে গত ১৬ সেপ্টেম্বর তার নিজ বাসভবন বাঙালিপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াত-বিএনপির একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি সৈয়দপুর স্মৃতিস্তম্ভ পরিষদের আহ্বায়ক। আমার নির্মিত অফিসে প্রতিদিন আমি যাতায়াত করে থাকি। ওইদিন আমি অফিসে গেলে সেখানে ষড়যন্ত্রকারীরা আমার উপর হামলা চালায় এবং আমার বিরুদ্ধে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমি শহীদ পরিবারের সন্তান, বংশীয় ভাবে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। সৈয়দপুর তথা নীলফামারী জেলায় আমার একটা সামাজিক সু-মর্যাদা রয়েছে। আমার মান-সম্মান এবং রাজনৈতিক জীবনে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রকারীরা এ অপপ্রচার চালায়। আমি ওই অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। এদিকে ওই ঘটনার জের ধরে সৈয়দপুর কলেজে শিক্ষার্থীরা শ্রেনিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সত্যতা নির্ণয় করতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে। সদস্য রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা পারভীন ও সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) তদন্ত আবুল হাসনাত খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাব কিবরিয়া বলেন, ওই কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।