রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবদুর রহিম (৩৮) নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত আবদুর রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,অস্ত্র সহ ৮টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি তাজা কার্তুজ ও ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবদুর রহিম জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের হাসমত মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি আবদুর রহিম কে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে গেলে আবদুর রহিম তার বাহিনী নিয়ে পুলিশের উপরে হামলা চালায়। পুলিশ জান মাল রক্ষায় পাল্টা হামলা চালালে আবদুর রহিম গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আবদুর রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।