যশোরের চৌগাছায় রনি জামান (৩০) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি পৌর শহরের ইচ্ছাপুর গ্রামে।
স্বজনরা জানান, শনিবার দুপুরের কোন একসময় বাড়ির উঠানে থাকা বড় লিচু গাছে উঠে উঁচু ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ঝুলে ছিলেন রনি। সন্ধ্যার দিকে বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সন্ধ্যার পরে চৌগাছা থানার এসআই শাহিনুর রহমান শহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠায়।
স্বজনরা জানায়, অবিবাহিত ছেলেটি আগেও একবার কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে মানসিক হাসপাতালে রেখে এসেছিলেন তারা। সম্প্রতি সেখান থেকে ফিরে কাঠের ব্যবসা করতেন তিনি।