যশোরে বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে এক র্যাব সদস্যের বাম হাত উড়ে গেছে। তিনি র্যাব-৬ এর কর্পোরাল শহিদুল ইসলাম। তাকে যশোরের সিএমএইচে ভর্তি করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে যশোরের অভয়নগর থানার অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।
অভয়নগর থানা পুলিশ জানায়, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে। আদালতের অনুমতি নিয়ে রোববার সকালে অভয়নগর থানায় জব্দকৃত ৭ টি বোমা নিস্ক্রিয় করতে র্যাব-৬ এর ডিএডি মোস্তফা কামালের নেতৃত্বে ৬ সদস্যর একটি দল অভয়নগর থানায় যান। সকাল সাড়ে ১০ টার সময় একটি বোমা নিস্ক্রিয় করতে গিয়ে তা হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাত উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়।