যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন সরবানহুদা গ্রাম থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সরবানহুদা পশ্চিম পাডায় অভিযান চালায়। এ সময় তারা আবদুর রহমানের বাড়ির ছাঁদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ীরা পালিয়ে যায়।