পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ধ-১৭) -২০১৯ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল চারটায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়।
এতে বাউফল ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে নাজিরপুর ইউনিয়ন একাদশ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান সাসমুল আলম মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান, বাউফল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ। খেলা পরিচালনা করেন ফিফা অনুমোদিত রেফারি মো: রেজাউল করিম।