সরকারি বিধি লঙ্ঘন করে কোনো দরপত্র বা কার্যাদেশ ব্যতিত জামালপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে নির্মানাধীন ক্যান্টিনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান। তিনি গত ১৫ সেপ্টেম্বর জামালপুর জেলা উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং হাসপাতালের সহকারী পরিচালককে এই নির্দেশ দেন। তিনি জেলা প্রশাসককে সরেজমিনে হাসপাতালে গিয়ে ক্যান্টিন নির্মান কাজ বন্ধ হয়েছে কী’না তা’ দেখার জন্য অনুরোধ করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন আমি সুপারিশ করতে পারি কিন্তু সরকারি নীতিমালা তোয়াক্কা না করে,হাসপাতালের চত্ত্বরে যেখানে সেখানে কোনো ব্যক্তি যেমনি ইচ্ছা ক্যান্টিন নির্মান করতে পারেন না। পরে প্রতিমন্ত্রী হাসপাতালে চত্ত্বরে বর্জ্য অপসারণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বেসরকারি ক্লিনিকের অরাজকতা বন্ধে অবিলম্বে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অতি দ্রুত সময়ের মধ্যে বেসরকারি ক্লিনিকগুলোর একটি তালিকা তৈরি করে তার কাছে পাঠানোর জন্য সিভিল সার্জনকে নির্দ্দেশ দেন।
এছাড়া প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান সম্প্রতি জামালপুরে শিশু ধর্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি কোচিং বাণিজ্য বন্ধ বা নিয়ন্ত্রণ করার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসনকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানান।
জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বিপিএম (বার), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমসহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
উল্লেখ যে, জামালপুর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরে একশ্রেনীর সুবিধাবাদি প্রভাবশালী ব্যক্তি সরকারী বিনা অনুমতিতে জোর পুবক ক্যান্টিন নির্মাণ কাজ শুরু করেন।