ঝিনাইদহের শৈলকুপা ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি কে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।রবিবার বিকাল ৫ টার দিকে শৈলকুপা উপজেলা মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ সমাবেশটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস সাধারণ সম্পাদক শাওন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ও শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা পৃথক ভাবে মানববন্ধন করে।