সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের রমরমা কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, সাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়, মাস্টার আব্দুর রহমান একাডেমী, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, মালপদিয়া উচ্চ বিদ্যালয়, মালখানগর হাই স্কুলের শিক্ষক অনেকেই রুম ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য করছেন। এমন অভিযোগ উপজেলার প্রতিটি বিদ্যালয়েই রয়েছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুলের পাশাপাশি বাড়িতেও কোচিং বাণিজ্য চালাচ্ছেন বালুচর বিদ্যালয়ের গনিত ও বিজ্ঞান বিষয়ক সহকারি শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। গতকাল রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়িতে তিনি স্কুল খুলে বসেছেন। এছাড়া এই স্কুলের আরো কয়েকজন সহকারি শিক্ষক কোচিং বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের কাছে কোচিং করলে পরীক্ষার সময় বেশী নম্বর দেয়ার আশ^াসের কথা উঠে আসছে। শিক্ষার্থীরা তাদের কাছে কোচিং না করলে পরীক্ষায় ফেল করানোর ভয় দেখানো হয় বলে নাম না প্রকাশ সর্তে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন।
জানা যায়, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ছয়শতাধীক ছাত্র-ছাত্রী রয়েছে। এদের মধ্যে অনেকে বিল্লাল হোসেনের বাড়ীতে সন্ধ্যা ৭ থেকে রাত ৯টা পর্যন্ত কোচিং করেন। এছারা সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের কোচিং করানো হয়। সরকারের নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস করানো যাবে প্রতি বিষয়ে ১৫০ টাকা করে নেওয়ার নিয়ম রয়েছে। তবে শিক্ষার্থীর আবেদন করতে হবে। প্রতি মাসে ১২ দিন ক্লাস চলবে। বিদ্যালয়টিতে কোন নীতি না মেনে ৫শত টাকা করে মাসিক কোচিং ফি নেওয়া হচ্ছে। শতকরা ১০ টাকা করে বিদ্যালয় ফান্ডে জমা দিচ্ছেন না কোচিং শিক্ষকরা।
বালুচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ.বি সিদ্দিক মন্টু বলেন, কোচিং বাণিজ্যতো আগে থেকেই করছেন বিল্লাল হোসেন, কাজল, সাখাওয়াত হোসেন স্বপন, মামুন ও সুমাইয়া ইসলাম।
বিদ্যালয়ের অতিরিক্ত ক্লাস করা কয়েকজন ছাত্র-ছাত্রীর অভিভাবকরা জানান, শিক্ষকরা নিয়মিত ক্লাস করার চেয়ে কোচিং করাতে বেশি আগ্রহী। অভিভাবকরা এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের গনিত ও বিজ্ঞান বিষয়ক সিনিয়র সহকারি শিক্ষক মোঃ বিল্লাল হোসেন বলেন, আমি কোচিং করাই না। মাঝে মধ্যে স্কুলের শিক্ষার্থীরা তাদের সমস্যার জন্য আমার কাছে আসে, তা আমি দেখে দেই।
বালুচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আশরাফ জানান, এ মাস থেকেই সরকারি নীতিমালা অনুযায়ী বিশেষ ক্লাস শুরু হয়েছে। কোন কোটিং বাণিজ্য নয়। তবে বাইরে কোন শিক্ষক করে থাকলে সেটা আমার জানা নাই।
খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল বলেন, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে আমরা কয়েকটা ব্যবস্থা নিয়েছি, তার বিভিন্ন অপকর্মের কারণে। এর পরেও যদি তিনি কোন অপকর্ম করেন তাহলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিবো আমরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির লোকজন প্রয়োজনিয় ব্যবস্থা নিবে, আমাদের জানালে বিষয়টি দেখবো।