দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় শ্রমিক নিয়োগ এবং শ্রমিক নেতা আরিফুল ইসলামকে অপহরণ চেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
রোববার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে শ্রমিকরা দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক ভবনের সমনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা, হামলা, নির্যাতন নিপিড়ন এবং অপহরণ করে হত্যা প্রচেষ্টা চালিয়ে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবীকে রুখা যাবেনা। গত শনিবার রাতে এ সংগঠনের কোষাধ্যক্ষ আরিফুল ইসলামকে অপহরণ করে নেওয়া চেষ্ঠাকারীদের শাস্তি দাবী করা হয়। এ সময় তারা আন্দোলনকারী ১৫৪ জন উন্নয়ন কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকের অবিলম্বে নিয়োগের দাবী জানান।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে, ট্রেড ইউনিয়ন কেন্দ্র দিনাজপুরের সা: সম্পাদক নুরুজ্জামান, ট্রেড ইউনিয়ন নেতা এসএম চন্দন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, টিইউসি ফুলবাড়ির সা: সম্পাদক নুর আলম সিদ্দিকসহ অন্যান্য শ্রমিকগন উপস্থিত ছিলেন।