জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামে বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলায় রোববার দুপুরে বেল্লাল হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত বেল্লাল হোসেন মেহেন্দিগঞ্জের চরলতা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের পুত্র ও পেশায় একজন মুদী ব্যবসায়ী ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর বিয়ের প্রলোভনে ভিকটিম স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে বেল্লাল হোসেন। ওইসময় ভিকটিমের মা বিষয়টি দেখে ফেললে দুইদিনের মধ্যে বিয়ে করার আশ্বাস দিয়ে বেল্লাল পালিয়ে যায়। পরে বিয়ের জন্য বেল্লাল ও তার পরিবারের সাথে যোগাযোগের পর ব্যর্থ হয়ে একই সালের ১৫ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট থানার এসআই অসীম কুমার সিকদার ২০১৩ সালের ১১ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত সাত জনের সাক্ষ্যগ্রহন শেষে অভিযুক্ত বেল্লাল হোসেনের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।