ঝিনাইদহের কালীগঞ্জে ফয়সাল আহমেদ (২০) নামের এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। আহত যুবক ফয়সাল কালীগঞ্জ কাশিপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সন্ধা রাতে কাশিপুর আমতলা মসজিদের পাশে একই গ্রামের হান্নান নামের এক ব্যক্তি তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।
স্থানীয়রা জানায় কাশিপুর গ্রামের বিদেশ ফেরত হান্নানের মেয়ের সাথে একই গ্রামের আবদুল মান্নানের ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় মেয়ের বাবা হান্নান ফয়সালকে পিটিয়ে জখম করে। এ সময় প্রাণে বাঁচতে ফয়সাল স্থানীয় কাউন্সিলর রেজাউল করিমের ভাই আরিফ হোসেনের কাছে সাহায্যের জন্য যায়। এ সময় আরিফও ফয়সালকে বেধড়ক পিটানি দেয়। এতে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ েপরে যশোর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।