দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার পুকুরে ডুবে সিয়াম বাবু (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বেলা ১২টায় উপজেলার হরগোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত সিয়াম বাবু উপজেলার পুষপাইন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, সিরাজুল ইসলাম ও তার স্ত্রী রুকসানা বেগম ঢাকায় চাকরির করায় সিয়াম বাবু দীর্ঘদিন থেকে তার নানার বাড়িতে থাকতো। রোববার বৃষ্টি হলে সকলের চোখের আড়ালে পুকুরে নামলে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। বাসার লোকজন অনেক খোঁজাখুজির পর না পাওয়া বাড়ি সংলগ্ন মসজিদের মাইক দিয়ে বিষয়টি জানাজানি হলে সকলে গ্রামবাসী পুকুরে একটি লাশ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।