পিরোজপুরের নাজিরপুরে এক মাদরাসা ছাত্রীকে অপহরনের দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায় অভিযুক্ত অপহরনকারী কে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী নেছারাবাদ থানার জগদপট্টি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় জাহিদুল ইসলাম সাগর (২২) নামের অভিযুক্ত অপহরনকারী কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত শনিবার (১৪সেপ্টেম্বর) রাতে আটক জাহিদুল ইসলাম সাগর ও রফিক নামে দুজনকে আসামি করে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, অপহৃত ওই মাদরাসা ছাত্রী উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের ও একই এলাকার লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। আর অভিযুক্ত জাহিদুল ইসলাম সাগর পেশায় একজন রাজমিস্ত্রী। সে জেলার স্বরুপকাঠী উপজেলার জগদপট্টি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জাহিদুল ইসলাম সাগর ওই ছাত্রীর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে আসে। এ সময় মাদরাসায় আসা-যাওয়ার পথে সে (সাগর) ওই ছাত্রীকে নানা ধরণের কু-প্রস্তাব দিতো। এ ঘটনা ওই ছাত্রী তার বাবাকে জানালে তিনি অভিযুক্ত সাগর ও তার সহযোগী রফিককে কন্যা মাদরাসা ছাত্রীকে বিরক্ত করতে নিষেধ করলে তারা ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। পরে গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে ওই ছাত্রী তার ফুফু বাড়ীতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে উপজেলার বৈঠাকাটা টেম্পুষ্ট্যান্ডে মেয়েটিকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে খোঁজা-খুঁজির পর শনিবার মেয়েটির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের সহায়তার ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অভিযুক্ত জাহিদুল ইসলাম সাগরকে আটক করলেও রফিক পালিয়ে যায়। নাজিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগে থানার একটি মামলা রুজু করা হয়েছে এবং অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ প্রধান আসামি জাহিদুল ইসলাম সাগরকে আটক করা হয়েছে।