জামালপুর সদর উপজলোর শরীফপুর ইউনয়িনের ঢেঙ্গারগড় মোজাদ্দেদীয়া উলুম হাফিজিয়া নুরানী মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থী মোঃ মুস্তাছিম বিল্লাহ সীন (১০) কে বলৎকাররে অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রফেতার করছে পুলিশ। এ ঘটনায় শিক্ষাথীর বাবা আকিবুর রহমান সোহেল বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মাদরাসা শিক্ষকের নাম আলা উদ্দিন ওরফে আলাল (২৭)। সে ইসলামপুর উপজলোর পচাঁবহলা গ্রামের তারা মন্ডলরে ছেলে।
এলাকাবাসী ও মামলা এজাহার সুত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ সপ্টেম্বর ) সকালে শরীফপুর ইউনিয়নের ঢেঙ্গারগড় মোজাদ্দেদীয়া উলুম হাফিজিয়া নুুরানী মাদ্রাসায় শিক্ষক মাদরাসার ৩ নাম্বার কক্ষে মাদরাসার ওই ভুক্তভোগি শিক্ষার্থীকে নাস্তা নিয়ে আসতে বলেন। শিক্ষার্থী কক্ষে নাস্তা নিয়ে গেলে শিক্ষক আলা উদ্দনি আলাল তাকে জোর র্পূবক বলৎকার করনে। ঘটনার পরদিন শনিবার শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে অবহিত করলে তিনি রাতে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফেতার করে জেল হাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) কে সাথে নিয়ে শিক্ষকের কাছে বিষয়টি জানকে চাইলে তিনি বলেন, শিশুটিকে দিয়ে শরীর ম্যাসেজ করিয়েছি।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালেমুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।