যশোরে ট্রাক চুরির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন হেলপার রইচ মিয়া। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলহাজতে প্রেরনের আদেশ দিয়েছেন। আসামি রইচ মিয়া যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে।
হেলপার রইচ জানিয়েছেন, তিনি ঢাকা ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট ২২-৭৪৭৫) গাড়ির হেলপার। গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা থেকে যশোরে আসে। ৯ সেপ্টেম্বর খুলনায় যাওয়ার উদ্দেশ্যে চালক গাড়িটি যশোরের মাগুরা সড়কের কিসমত নওয়াপাড়ার জবেদ মটরসের গ্যারেজের সামনে রেখে বাড়িতে যান। তবে যাওয়ার সময় চাবি হেলপার রইচকে দিয়ে গাড়ির ভেতরে থাকতে বলেন। চালক চলে যাওয়ার পরই হেলপার রইচ গাড়িটি নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়। লালন শাহ ব্রিজের কাছে গেলে ভেড়ামারা থানা পুলিশ তাকে গাড়িসহ আটক করে।