আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে গরুতে ফসল খাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান (৭৫) এর বসত বাড়ি সংলগ্ন জমিতে প্রতিবেশী আরশাদ সরদারের পুত্র সবুর সরদারের গরু, ছাগল, হাঁস-মুরগি ঢুকে ফসল নষ্ট করে আসছে দীর্ঘদিন ধরে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে তাদের ক্ষেতে গরু ঢুকলে মুক্তিযোদ্ধার পৌত্র ইমন গরু তাড়িয়ে বের করে দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গরুর মালিক ছবুর, তার পুত্র ইমরান, বিল্লাল, আরশাদ সরদারের পুত্র আলি হোসেন তাকে বেদম মারপিট করে। খবর পেয়ে তাকে ঠেকাতে গেলে তারা বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মুক্তিযোদ্ধার স্ত্রী লাইলী বেগম, পুত্রবধূ নার্গিসকে লোহার রড, লাঠিশোটা নিয়ে ব্যাপক ভাবে মারপিট করে গুরুতর আহত করে। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পুত্রবধূ লাইলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।