বাকেরগঞ্জে ভুয়া ডিক্রি বাতিল করে ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষার জন্য ভুক্তভোগীরা মানববন্ধন করেছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার চর আউলিয়াপুর তুলাতলা ব্রিজের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ও উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্না,, গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সমাজসেবক নির্মল চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন, জাপা নেতা হালিম হাওলাদার, ভবেশ চন্দ্র শীল, তোজম্বর আলী মৃধা, নিত্যরঞ্জন শীল, জরিনা খাতুন, আনোয়ারা বেগম, যমুনা রানী দত্ত, দুলালী দত্ত প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চর আউলিয়াপুর, সাহেবপুর, ডিঙ্গারহাট, হেলেঞ্চা ও রঙ্গশ্রী মৌজায় দীর্ঘদিন ধরে ভোগদখল করা তাদের বাপ-দাদার জমি রয়েছে। সেইসব জমির দলিল ও রেকর্ড তাদের নামে রয়েছে। সম্প্রতি ৪ ভূমিদস্যু চর আউলিয়াপুর গ্রামের মৃত জহিরুল ইসলাম মোহন হাওলাদারের পুত্র শফিকুল ইসলাম রিপন, আনোয়ার ইসলাম হাওলাদারের পুত্র শওকত হোসেন খোকন, মৃত কাশেম আর আলী মৃধার পুত্র হোসেন আলী মৃধা ও তার পুত্র আশরাফ মৃধা ভুয়া নিলাম দেখিয়ে ভুক্তভোগীদের মোট ৭০ একর জমি তাদের নামে ডিক্রি করেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভূমিদস্যু রিপন গংদের ভুয়া ডিক্রি বাতিল করে তাদের পৈত্রিক জমিতে তারা যাতে চাষাবাদ করে পূর্বের ন্যায় জীবনযাপন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।