বাকেরগঞ্জে ডাকাত সর্দার বাবুল হাওলাদারকে আটক করে অর্ধ লক্ষ টাকা দফারফা করে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনায় এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলার দুর্ধর্ষ ও আন্তঃজেলা ডাকাত সর্দার বাবুলকে আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ায় পুলিশের বিতর্কিত কর্মকা- নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের পোড়াচিনা গ্রামের আন্তঃজেলা ডাকাত সরদার বাবুল হাওলাদার। ডাকাতি করা যার নেশা ও পেশায় পরিণত হয়ে গিয়েছে। বাকেরগঞ্জ ও নলছিটিসহ বিভিন্ন থানায় তার নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। উপজেলার এক মূর্তিমান ডাকাতের নাম বাবুল হাওলাদার। বর্তমানে বরিশাল কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম তৎকালীন সময় বাকেরগঞ্জ থানায় কর্মরত অবস্থায় ডাকাত নিধন অভিযানে নামেন। তিনি কর্মরত অবস্থায় বাকেরগঞ্জ থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দার বাবুল হাওলাদারের মত ১১০জন ডাকাতকে আটক করে অনেকটা ডাকাত মুক্ত করেছিলেন উপজেলাকে। পুলিশ ও র্যােেবর খাতায় তালিকাভুক্ত একজন শীর্ষ ডাকাত বাবুল। বিশ্বস্ত সূত্র জানায়, আন্তঃজেলা ডাকাত সর্দার বাবুল হাওলাদার দীর্ঘ ৬বছর কারাভোগ করে বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলে বাকেরগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ জুবাইর ও এসআই মমিন তাকে বরিশাল থেকে আটক করে থানায় নিয়ে আসেন। সারারাত থানায় আটকে রেখে ডাকাত সর্দার বাবুলকে ভয়-ভীতি প্রদর্শন করে থানার এক দালালের মাধ্যমে ওসি মোঃ আবুল কালাম দফারফা করে অর্ধলক্ষ টাকা গ্রহণ করে শুক্রবার বিকেলে তাকে ছেড়ে দেন। নাম প্রকাশে অনিশ্চুক একাধিক ব্যক্তি জানান, ডাকাত বাবুল যদি এতদিন জেলে না তাহলে তার নামে আরও এক ডজন মামলা হতো। সে বাহিরে থাকলে এলাকাবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, বড় কোনো ডাকাত জেল থেকে মুক্তি পেলে তাকে আটক করে নিয়ে এসে সতর্ক করে পুলিশ ছেড়ে দেয়। তারই অংশ হিসেবে ডাকাত সর্দার বাবুলকে আটক করে থানায় নিয়ে আসে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে বলেও তিনি জানান। উৎকোচ গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন। উপজেলার একজন শীর্ষ ডাকাত সর্দারকে গ্রেফতার করে আবার একদিন পর কি কারণে ছেড়ে দেয়া হয়েছে তা খতিয়ে দেখার জন্য এলাকাবাসী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।