কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে অবস্থিত একটি বস্ত্রবিপনী থেকে শাড়িকাপড় চুরির অভিযোগে ৩ নারী আটক হয়েছেন। তারা হলেন, সাতক্ষীরার ইটাগাছা এলাকার আবদুল বারীর স্ত্রী বকুল খাতুন (৩৪), কদমতলা এলাকার সাহেব আলী হাওলাদারের স্ত্রী আসমা খাতুন ওরফে সালেহা (৫৫), তালা উপজেলার খলিলনগর এলাকার আল আমীন মোড়লের স্ত্রী রেকসোনা খাতুন (২৫)।
বস্ত্র ব্যবসায়ী রবীন্দ্র দেবনাথ জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শাড়িকাপড় কেনার জন্য ৩ নারী তার দোকানে প্রবেশ করেন। কাপড় দেখার একপর্যায়ে তারা পরস্পরের সহযোগিতায় একপেটি (৭টি) শাড়ি চুরি করে পালিয়ে যান। চুরির বিষয়টি সিসি ক্যামেরার মাধ্যমে অবগত হয়ে জনতার সহায়তায় আটক হয় ওই নারী সদস্য। এ সময় তাদের নিকট থেকে চুরিকৃত কাপড় উদ্ধার করা হয়। পরবর্তীতে চুরির ঘটনাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের মাধ্যমে থানায় অবগত করলে উপপরিদর্শক চিন্ময় মন্ডলের নেতৃত্বে পুলিশ ৩ নারীকে আটক করে থানায় নিয়ে আসেন। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।