কালিগঞ্জ থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন এর সাথে মতবিনিময় করেছেন রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবন্দ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, সদস্য লাভলু আক্তার, ফারুক হোসেন লিমন, আফজাল হোসেন, জামাল উদ্দীন প্রমুখ। নবাগত কর্মকর্তা ইনচার্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে জানান এবং এক্ষেত্রে তিনি গণমাধ্যম কর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।