যশোর কালেক্টরেট স্কুলে শিশু-কিশোরদের সংগঠন কৈশোর তারুণ্যে বই-এর আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী বইমেলা। শনিবার সকালে এ মেলা উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কৈশোর তারুণ্যে বই-এর সভাপতি ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ ও কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। বইমেলায় ১০টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এ বই মেলা।
বইমেলায় অংশ নেয়া প্রকাশনী সংস্থাগুলো দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরনের বই রেখেছে তাদের স্টলে। সেখানে গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞান, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের নানা ধরনের বই পাওয়া যাচ্ছে।