সাতক্ষীরা জেলা প্রশাসকের ক্লিন সাতক্ষীরা গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তালা উপজেলার সর্বত্র চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের পরিচ্ছন্নতা অভিযানে পাটকেলঘাটা বাজার অবৈধ দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এরপর অভিযানে বাড়ির চারপাশে ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে সরুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে ইউপি সদস্যদের পক্ষ থেকে চলছে শুদ্ধি অভিযান। চেয়ারম্যান মতিয়ার রহমান গতকাল শনিবার ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়,বড়বিলা মাদরাসা,সরুলিয়া কিয়ামিয়া মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ ছাড়া প্রতিদিন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে,মহল্লা,পাড়ায় চলছে অভিযান। পরিষদের ইউপি সদস্য গ্রাম পুলিশ সদস্যরা বাড়ি বাড়ি যেয়ে বাড়ির আঙিনা নির্জন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছেন। এ সময় তিনি ইউনিয়ন বাসির উদ্দেশ্যে বলেন আপনারা নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন ডেঙ্গুমুক্ত ইউনিয়ন গড়-ন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।