গাজীপুরের কালিয়াকৈরে ২য় পিতা কর্তৃক ২০ বছর বয়সি মেয়েকে ধর্ষনের অভিযোগে ২য় পিতাকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।উপজেলার রাখালিয়া চালা এলাকায় শুক্রবার রাতে এঘটনা ঘটেছে।আটককৃত জহির (৪৫) উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা এলাকার হেদায়াতুল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ বছর পূর্বে ধর্ষিতার বাবা মারা যাওয়ায় মা শিখা বেগম তার মেয়ে পারভীনকে নিয়ে রাখালিয়াচালা এলাকার জহিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের বয়স ১৫ হওয়া থেকে লম্পট ২য় বাবার লালসার স্বীকার হয় ওই মেয়ে।ধর্ষন করে মেয়েকে বলে এ কথা যদি কারো কাছে প্রকাশ কর তাহলে তোকেসহ তোর মাকে খুন করে ফেলব।এর ফলে ৫বছর পর্যন্ত পাশবিক নির্যাতন চালায় পিতা নামের পাষন্ড নর পশু।বাধ্য হয়ে মেয়ে তার মায়ের নিকট সব ঘটনা খুলে বলে।পরে মা শিখা বেগম বাদী হয়ে একটি অভিযোগ করেন।ধর্ষক অভিযোগের বিষয়টি জানতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায়।পরে পুলিশ শনিবার সকালে টাংঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা কেদারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।এঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বলেন ধর্ষন কারির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে গাজীপুর প্রেরন করা হয়েছে।