পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে দেশকে হানাদার মুক্ত করতে ১৯৭১ সালে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের জন্য মাসিক ভাতা বৃদ্ধি এবং সন্তানদের জন্য চাকরির কোটাসহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বানিয়ে সম্মানিত করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই কমপ্লেক্স হবে ইতিহাস সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের জন্য স্বাধীনতা চর্চার স্থান। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাঘা উপজেলা সদরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, এ দেশে একজন উচচ পর্যায়ের কর্মকর্তা মারা গেলে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় না। কিন্তু একজন মুক্তিযোদ্ধা মারা গেলে তাঁকে ফুল দিয়ে সিক্ত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর সারা দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ২০০টিতে প্রায় দুই কোটি টাকা করে ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একটি করে অত্যাধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় এ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।
আয়োজিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা আবুদল খালেক, জনাব আলী, শফিউর রহমান শফি প্রমুখ।