পটুয়াখালীর বাউফল উপজেলার সুর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের নুরুল ইসলাম হাওলাদার হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন জামসেদ গংদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে নিহতের স্বজন ও এলাকার কয়েকশত মানুষ এ মানব বন্ধন করেন।
জানাগেছে, ২৩ আগস্ট জমাজমি বিরোধের জের ধরে ইন্দ্রকুল গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের সাথে তার ভাই বাহাউদ্দিন বাবুলের সাথে মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষের মোট ১০জন আহত হয়। ২৪ আগস্ট হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বাবুলের ছেলে জোবায়ের হোসেন জামসেদ কয়েকজন অনুসারী নিয়ে একই বাড়ির নুরুল ইসলাম হাওলাদারকে ক্ষেতে বীজ বপনকালীন অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে জখম করে। নুরুল ইসলাম হাওলাদার কে ঐ দিন বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম এ ভর্তি করা হয়েছে। তার শাররীক অবস্থার অবনতি হলে ১লা সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে ও হত্যা মামলার বাদী সালমা সুলতানা অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামি জামসেদ বা তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি। উপরোন্ত তারা ভয়ভীতি প্রদর্শন করছে ও মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। বাদী আরো অভিযোগ করেন, আসামিরা ১লা সেপ্ট¤বর রাতে তাকে ও তার বাবা নুরুল ইসলাম সহ ৭জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাকিলা রহমান বলেন, হত্যা মামলার তিন আসামি বর্তমানে কারাগারে আছে। বাকি তিন আসামি জামিনে আছে। প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।