রাজাকার পরিবারের নাগরিকত্ব বাতিলের দাবীতে যশোরে মানববন্ধন হয়েছে। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কথা বলেন তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০১৯) দুপুরে শহরের গাড়িখানা রোডে মুক্তিযোদ্ধা যুব কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে।
এ্যাড: আসাদুজ্জামান বাবলুর সভাপত্বিতে ওই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন যশোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: গোলাম মোস্তফা, যুব কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ্ক-১ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ্ক-২ শামসুল আলম মিঠু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদ্ক-৩ আজিজুর রহমান ডেবিট, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন টিটো, সাংগঠনিক সম্পাদ্ক শফিউর রহমান অকুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ন-সাধারণ সম্পাদক মো: আমিনুর হক অনিক।
এ সময় বক্তরা বলেন, এই যুদ্ধাপরাধীদের সন্তানরা রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন পদে থেকে দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের প্রথম শ্রেণীর নাগরিকত্ব বাতিল করতে হবে। সামাজিক পদ থেকে বহিষ্কার করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে হবে। বীর মুক্তিযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে কিভাবে যশোরের সরকারি অফিসে রাজাকার পরিবারের টুকুন অবাধে যাতায়াত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সাথে জড়িতদের বিচার চাই। মুক্তিযোদ্ধাদের প্রতিবাদের প্রায় অর্ধমাস পার হলেও যশোরে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরাল এ রয়েছে এই স্বাধীনতা বিরোধীর নাম।
অবিলম্বে তাকে যশোরের সমস্ত সরকারী অফিসে টুকুন কে অবাঞ্চিত করার দাবী জানান তারা। ১৯৭১ সালে তরুণ রাজাকার টুকুন সহ আলা বাহিনী কর্তৃক সাধারণ মানুষের ওপর অত্যাচার, লুট, হত্যার বিচার তদন্ত পূর্বক বিচার চান বক্তরা। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কথা বলেন তারা।