কয়রা উপজেল প্রশাসনের আয়োজনে জাকজমকপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধŸ ১৭ ফুটবলের দ্বিতীয় দিনের খেলায় কয়রা সদর ইউনিয়ন ১-০ গোলে মহারাজপুর ইউনিয়নকে হারিয়ে বিজয়ী হয়েছে ও অপর এক খেলায় দক্ষিন বেদকাশি ইউনিয়ন ১-০ গোলে বাগালী ইউনিয়নকে হারিয়ে সেমি ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলায় বিপুল পরিমান দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর ই আলম ছিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ ছাত্তার পাড়, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরাম, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, এস এম খায়রুল আলম, সাংবাদিক শেখ মনিরুজ্জামন মনু, রিয়াছাদ আলী, আনিসুজ্জামান, আঃ সালাম, শিক্ষক নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, আঃ রাজ্জাক, দিপক কুমার মিস্ত্রী, শফিকুল ইসলাম ও আছাদুল হক।