শেরপুরের নকলা উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী রিপা আক্তারকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা রফিকুল ইসলামকে এ দ-া দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার গনপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে রিপা আক্তারকে বিয়ে দিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে হাজির হন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ছেলেপক্ষ কৌশলে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ছত্রকোনা এলাকার কোন এক ছেলের সঙ্গে রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের সকল কার্যক্রম শেষ করে ফেলায় এবং বিয়ে বন্ধ করার কোন সুযোগ না থাকায় এ দন্ড দেয়া হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলমগীর হোসেন শাহ জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।