বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় পশ্চিম বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘ বনাম সুয়াগ্রাম যুব সংঘের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে উপজেলার বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের আয়োজনে বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের মাঠে টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। এ সময় তিনি প্রধান মন্ত্রীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সকলকে মাদক ও অপরাধ থেকে দূরে থাকা সহ খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে অংশগ্রহণ করার জন্য যুব সমাজের প্রতি আহব্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার বাদশা, বজলুল হক মন্টু, উজ্জ্বল লাহেরী, সাবেক উপজেলা যুবলীগ নেতা ফিরোজ শিকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বখতিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘের সভাপতি আমিনুল ইসলাম দিলীপ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খাঁনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফুটবল টুর্নামেন্ট ২০ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় পশ্চিম বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুণ সংঘ বনাম সুয়াগ্রাম যুব সংঘের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।