বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নাই বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস। তিনি গতকাল শনিবার বেলা ১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম শামসুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে এ কথা বলেন। তিনি আরও বলেন আগামি প্রজন্মকে সুন্দর ও সবুজ পৃথিবী উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব বোধ থেকেই সকলকে গাছ লাগানোর দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউয়াল-শামসুন্নাহার ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লিটন ঢালী, সহকারী পুলিশ সুপার সুকুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, ইউনিয়ন আ.লীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।