মুলাদীতে সাপ্তাহিক গণবার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্্যাপন করা হয়েছে। পত্রিকাটির ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন। প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস। মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গণবার্তার বিশেষ প্রতিনিধি নাজিবুর রহমান ভূইয়া কামালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) লিটন ঢালী, সহকারী পুলিশ সুপার সুকুমার রায়, কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. আবদুল বারী, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার হাবিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছালেহ উদ্দীন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী, উপজেলা জাপা সাধারণ সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, মুলাদী মাহমুদজান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন হাওলাদার, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউ-েশনের মডেল কেয়ারটেকার মাও. দেলোয়ার হোসাইন, ইসলামিক ফাউ-েশনের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাও. জাহাঙ্গীর হোসেন, মুলাদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্যাদা, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো. শাহীন হোসেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সবুজ, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ফরিদ উদ্দীন চৌধুরী, কাজিরহাট প্রেসক্লাবের সভাপতি খন্দকার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম প্রমুখ।