প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদী ভাঙ্গনরোধ, বজ্রপাত, ঝড়, জলোচ্ছ্বাস, জলবায়ুর বিরুপ পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও সদর উপজেলার সহযোগিতায় শনিবার সকালে লাকুটিয়া জমিদার বাড়ি সংলগ্ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে এক লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধণ করা হয়েছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধণ করেন। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপেিতত্ব বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিদাস শিকারি, বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম, সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন লিটন প্রমুখ। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার ১০টি উপজেলার প্রত্যেকটিতে ১০ হাজার করে তালের বীজ বপন কর্মসূচি একযোগে উদ্বোধণ করা হয়েছে। স্ব-স্ব উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ, উন্নয়ন কর্মীদের সম্পৃক্তকরণের মাধ্যমে এক লাখ তালের বীজ বপন করা হবে।