নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁজ জুয়ারুকে আটক করেছে। এ ঘটনায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে রাতেই আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বড়চাপড়া গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বড়চাপড়া গ্রামের মজিবর রহমানের ছেলে স্বপন আকন্দ (২৮),জিয়ার ছেলে আবদুর রহিম (৩৮), মহির উদ্দীনের ছেলে তছলিম উদ্দীন (৩৬) ও আবু হোসেন (৪০) এবং মেহের আলীর ছেলে মকবুল হোসেন (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।